রিপোর্টার সুলায়মান আজাদঃ –
ফুরফুরে মেজাজে আছেন সাবিরা নাজমুল মুন্নী ও খোরশেদ আলম পরিষদ। যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি পদে কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নী ও সাবেক সাংগঠনিক সম্পাদক মর্তুজা এলাহি টিপু, এবং
সাধারণ সম্পাদক পদে সাবেক ঝিকরগাছা ইউনিয়নের তিন তিনবারের চেয়ারম্যান জনাব খোরশেদ আলম, ইমরান হাসান সামাদ নিপুন ও আশফাকুজ্জামান রনি । এবং দুটি সাংগঠনিক সম্পাদক পদে কাজী আব্দুস সাত্তার , মুরাদুন্নবী মুরাদ, গোলাম কাদের বাবলু,এনামুল হক ও শাহীন আহমেদ পদ প্রার্থী । নির্বাচন আগামী ২৬ শে অক্টোবর রোজ শনিবার । একটা উপজেলার প্রতিনিধি নির্বাচনের যাবতীয় কার্যক্রম চলমান অথচ ফুরফুরে মেজাজেই আছেন সাবেরা নাজমুল মুন্নি ও খোরশেদ আলম পরিষদ। তাদের সাথে কথা বলে ফুরফুরে মেজাজ এর বিষয় জানা গেল গত ১৬ বছর স্বৈরাচারী নেতা ও আওয়ামীলীগের দুঃশাসনে শত ষড়যন্ত্র ও মামলা হামলা উপেক্ষা করেও আমরা আমাদের নেতাকর্মী সহ জনগণের পাশে ছিলাম তারই ফলো শ্রুতিতেই আমাদের নেতা কর্মী ও জনগণ নির্বাচনের অগ্রিম ফল প্রকাশ করে দিয়েছেন। একেবারে মাঠ পর্যায়ের নেতা কর্মীদের সাথে কথা বলে জানা যায় ফুরফুরি মেজাজ এর কারণ এবং ঘটনা সত্য। তারা জানাই দলের দুঃসময়ে আমরা আমাদের নেতা সাবেরা নাজমুল মুন্নি ও খোরশেদ আলমকে বিপদে-আপদে সবসময় পাশে পেয়েছি। তাই 26 তারিখে নির্বাচনের পূর্বেই আমরা আমাদের নেতা নেত্রী নির্বাচন করে নিয়েছি । এখন এই নির্বাচনকে আমরা একটি অনুষ্ঠান বা উৎসব মনে করছি। সাবেরা নাজমুল ও খোরশেদ আলম নেতা কর্মী ও জনগণকে পাশে পেয়ে অত্যন্ত আনন্দিত ও ধন্যবাদ জানিয়েছেন ।