হিট অ্যালার্ট বাড়ল আরও তিনদিন
সারাদেশে বয়ে যাওয়া তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে আবহাওয়া অধিদপ্তর গতকাল রবিবার ফের ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি করেছে। সতর্কবার্তায় বলা হয়েছে, আগামীকাল মঙ্গলবার পর্যন্ত এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হিটস্ট্রোকে ১৩ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
গতকাল রবিবার আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ রবিবার (গতকাল) থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে।
এদিকে রাজধানীতে এক দিনের ব্যবধানে তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস, যা গত শনিবারের চেয়ে ১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস বেশি।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, এখন যে পরিস্থিতি, তাতে এ মাসে
তাপমাত্রা খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা কম।
চলতি মাসের প্রথম দিন থেকেই দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বয়ে যেতে শুরু করে। গতকালও এই তাপপ্রবাহ অব্যাহত ছিল। এটা গত ৭৬ বছরের ইতিহাসে রেকর্ড। এর আগে গত বছর সর্বোচ্চ ১৬ দিন টানা তাপপ্রবাহ ছিল।
২৪ ঘণ্টায় হিটস্ট্রোকে ১৩ জনের মৃত্যু
রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় হিটস্ট্রোকে রাজধানী ঢাকা, নোয়াখালীর সুবর্ণচর, যশোর, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী, বগুড়ার শেরপুর, নরসিংদী, মাদারীপুরের কালকিনী ও ডাসারে ১৩ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
রাজধানীতে হিটস্ট্রোকে মো. সেলিম (৫৫) নামে এক মাংস বিক্রেতার মৃত্যু হয়েছে। গতকাল যাত্রাবাড়ীর কাজলা থেকে ছাগল কিনে সিএনজিচালিত অটোরিকশায় কারওয়ানবাজারে ফেরার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি জানান, সুবর্ণচর উপজেলায় গতকাল হিটস্ট্রোকে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়। তার নাম মো. কামরুল হাসান ফাহিম (৭)। সে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কেরামতপুর গ্রামের জাকির মাস্টারের বাড়ির ওমর ফারুকের ছেলে এবং মধ্য কেরামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্র। দুপুর সোয়া ১টার দিকে বাড়ির অন্য শিশুদের সঙ্গে রোদের মধ্যে খেলাধুলা করার সময় ফাহিম অচেতন হয়ে পড়ে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শোর প্রতিনিধি জানান, গতকাল হিটস্ট্রোকে এক স্কুলশিক্ষকসহ ৪ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- সদর উপজেলার আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসান হাবিব (৩৫), পদ্মবিলা-শাঁখারীগাতী গ্রামের মিলন হোসেন (২৫), মণিরামপুরের চাকলা গ্রামের খোকা মিয়া (৬৫) ও চৌগাছার ববিতা খাতুন (২৪)।
চট্টগ্রাম ব্যুরোর পাঠানো খবরে বলা হয়, হিটস্ট্রোকে মাওলানা মো. মোস্তাক আহমেদ কুতুবী আল কাদেরী (৫৫) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে মাদ্রাসায় যাওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার খিতাপচর আজিজিয়া মাবুদিয়া আলিম মাদ্রাসায় কর্মরত ছিলেন। তিনি কক্সবাজার জেলার কুতুবদিয়া লেমশীখালীর মৃত খলিলুর রহমানের ছেলে।
রিশাল ব্যুরো জানায়, বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় প্রচ- গরমের মধ্যে নির্বাচনী প্রচারে গিয়ে অসুস্থ হয়ে আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে তার মৃত্যু হয় বলে বাকেরগঞ্জ উপজেলার চেয়ারম্যান প্রার্থী রাজিব আহমেদ তালুকদার জানিয়েছেন। মৃত রিয়াজুল ইসলাম (৪২) উপজেলার কলসকাঠি গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। তিনি উপজেলার কলসকাঠি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীতে হিটস্ট্রোকে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৭টার দিকে নিজ বাড়িতে হঠাৎ স্ট্রোক করে তিনি মারা যান। মৃত ব্যক্তির নাম দিলীপ বিশ্বাস (৩৫)। তিনি জেলার পবা উপজেলার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আওতাধীন দামকুড়া থানার কাদিপুর গ্রামে গোপাল বিশ্বাসের ছেলে।
শেরপুর (বগুড়া) প্রতিনিধি জানান, উপজেলার চন্ডিজান গ্রামে হিটস্ট্রোকে মোজাহার আলী (৬৩) এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। তারা বাবার নাম মফিজ উদ্দিন, বাড়ি উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়নের চন্ডিজান গ্রামে। গত শনিবার কর্মরত অবস্থায় অতিরিক্ত গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী প্রতিনিধি জানান, হিটস্ট্রোকে সুলতান উদ্দিন (৭৮) নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুরে নরসিংদী আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। নিহত সুলতান উদ্দিন সদর উপজেলার ভেলানগর এলাকার বাসিন্দা।
মাদারীপুর প্রতিনিধি জানান, কালকিনি ও ডাসার উপজেলায় অতিরিক্ত গরমে একজন ব্যবসায়ী ও একজন কৃষকের মৃত্যু হয়েছে গতকাল। নিহতরা হলেন- শাহাদাত সর্দার (৫৫) ও মোসলেম ঘরামি (৬০)। শাহাদাত কালকিনি উপজেলার পশ্চিম শিকারমঙ্গল গ্রামের বাসিন্দা এবং মোসলেম ডাসারের বালিগ্রাম ইউনিয়নের পূর্ব পাইকপারার বাসিন্দা।
হিটস্ট্রোকে প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত
টাঙ্গাইল প্রতিনিধি জানান, গোপালপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মরিয়ম আক্তার মুক্তা গত শুক্রবার হিটস্ট্রোকে মারা যাওয়ার প্রেক্ষিতে গতকাল এক ঘোষণায় নির্বাচন কমিশন জানিয়েছে, গোপালপুর উপজেলা পরিষদের সব পদের নির্বাচন স্থগিত করা হয়েছে।
সালথায় ১৩ শিক্ষক-শিক্ষার্থী অসুস্থ
ফরিদপুর প্রতিনিধি জানান, সালথায় তীব্র তাপপ্রবাহের মধ্যে একটি বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করে তিন শিক্ষক ও ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের মধ্যে এক শিশুসহ তিন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে উপজেলা স্বাস্থ্য বিভাগের দাবি, পানি পান করে নয় সম্ভবত তীব্র গরমের কারণেই তারা অসুস্থ হয়ে পড়েছেন।
নোয়াখালীতে অসুস্থ ১৫ শিক্ষক-শিক্ষার্থী
নোয়াখালী প্রতিনিধি জানান, প্রচ- গরমে গতকাল নোয়াখালীর বেগমগঞ্জ ও হাতিয়া উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ শিক্ষার্থী এবং একজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল সকালে বেগমগঞ্জের জয়নারায়ণপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও হাতিয়া জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট হাইস্কুল এ ঘটনা ঘটে।
পাঠদান চলায় ক্ষুব্ধ অভিভাবকরা
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীতে গেল এক সপ্তাহ ধরে তাপমাত্রার পারদ থাকছে ৪০ ডিগ্রির ওপরে। তবে এর মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠান খোলায় দুর্বিষহ পরিস্থিতিতে পড়েছে শিক্ষার্থীরা। এ বিষয়ে যারপরনাই ক্ষুব্ধ অভিভাবকরা।
ভোটকেন্দ্রে গিয়ে অসুস্থ যুবক, হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর জানান, তীব্র দাবদাহে ভোটকেন্দ্রে গিয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন হৃদয় নামের এক যুবক। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার বেলা ১২টায় জেলা সদরের লাহারকান্দি ইউনিয়নের আবিরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে হঠাৎ ঘুরে পড়ে এ ঘটনা ঘটে। হৃদয় একই গ্রামের বাসিন্দা হারুনুর রশিদের ছেলে।
<p>রানা মাহমুদ</p>
রানা মাহমুদ