সিন্ডিকেট ঠেকাতে কৃষকদের পণ্য বিক্রি ও ক্রেতাদের স্বল্পমূল্যে সবজিসহ কৃষি পণ্য ন্যায্য মূল্যে সরাসরি ক্রয়-বিক্রয়ের জন্য ঝিকরগাছা উপজেলা সেতুর পূর্ব পাশে উদ্বোধন করা হয়েছে ‘আমাদের সবজি বাজার।’
আজ ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকারের উদ্যোগে ঝিকরগাছা সেতুর পূর্ব পাশে এই ব্যাতিক্রমি ‘আমাদের সবজি বাজার’ উদ্বোধন করেন।
উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের সহযোগিতায় সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কালে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর কলম, এ সি ল্যান্ড-নাভিদ সারোয়ার ও প্রাণিসম্পদ কর্মকর্তাসহ বিভিন্ন অফিসের কর্মকর্তাগণ উপস্থিাত ছিলেন। উদ্বোধনের পর থেকেই ক্রেতাদের ন্যায্যমূল্যে শাক- সবজিসহ কৃষি পণ্য কেনার ধূম পড়ে যায়।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার বলেন ন্যায্য মূল্যে সকলেই কিনতে পারে এজন্য এমন ব্যবস্থা প্রশাসন কর্তৃপক্ষ গ্রহণ করেছে। তবে কেউ একটি সবজি দুই কেজির বেশি কিনতে পারবে না । প্রতিটা কৃষি পণ্যের মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে
প্রতি কেজি হিসাবে ড্রাগন ফল-১২০ ,
ফুলকপি-৪০/৫০ বড় ছোট হিসাবে বাধাকপি-৪০,লাউ-৪০,বেগুন–৫০,
মানকচু-৫০, মুলা-৩০, মেচুড়ী-৭০,
মেটে আলু-৭০, কাকরোল-৬০
উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার জানান, বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত এই ‘আমাদের সবজি বাজার’ চালু থাকবে।