স্টাফ রিপোর্টার ॥ অসৎ উদ্দেশে বুলডোজার দিয়ে মনিরামপুরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ৬২ দোকান ভেঙে দেড় কোটি টাকার ক্ষতিসাধণের অভিযোগে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টচার্য্যসহ ৬ জনের বিরুদ্ধে রোববার আদালতে মামলা হয়েছে। ঘটনার ৫ বছর পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম ইউনুস আলম মামলাটি করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহমেদ অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য মনিরামপুর থানা পুলিশের ওসিকে আদেশ দিয়েছেন।
মামলার অপর আসামিরা হলেন, মনিরামপুর উপজেলার পাড়ালা গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে আব্দুল লতিফ, হানুয়ার চাকলাপাড়ার আলাউদ্দিনের ছেলে সালাউদ্দিন বাবলা, মৃত গোপীনাথ সাধুর ছেলে ভীম কুমার সাধু, মৃত খোরশেদ আলীর ছেলে শহীদুল ইসলাম ও গোলাম গাজীর ছেলে মিলন হোসেন। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জনকে আসামি করা হয়েছে।
প্রধান শিক্ষক এ কে এম ইউনুস আলম মামলায় উল্লেখ করেছেন, বিদ্যালয়ের নিজস্ব সম্পত্তিতে পূর্ব পাশে ও সামনে ৬২টি দোকান ছিলো। যা জামানত নিয়ে ভাড়া দেওয়া হয়েছিলো। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন তৎকালীন প্রতিমন্ত্রীসহ অন্য আসামিরা ২০১৯ সালের ২ নভেম্বর সকাল ১১টার দিকে বুলডোজার দিয়ে দোকানগুলি ভেঙে মাটির সাথে মিশিয়ে দেন। এতে বিদ্যালয়ের প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়। শুধু এতেই ক্ষ্যান্ত হননি আসামিরা। তারা বিদ্যালয়ের ভবন ভেঙে ইট, লোহার রড, টিন, দরজা ও জানালা জোরপূর্বক নিয়ে যান। তাদের উদ্দেশ্য ছিলো, ওই জমি অধিক মূল্যে বিক্রি করে নিজেরা লাভবান হওয়ার। আসামিদের এ অপকর্ম যাতে প্রধান শিক্ষক এ কে এম ইউনুস আলম বাধা দিতে না পারেন সেই জন্য তাকে দীর্ঘ ৫ বছর অবৈধভাবে বরখাস্ত করে রাখা হয়েছিলো। কিন্তু এরই মধ্যে রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার কারণে তাদের সেই উদ্দেশ্য সফল হয়নি। বর্তমান কর্তৃপক্ষ এ কে এম ইউনুস আলমকে প্রধান শিক্ষক হিসেবে পুনর্বহাল করার পর তিনি এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে আদালতে এই মামলা করেছেন।