রানা মাহমুদ যশোর-গরম যেন কাটছেই না। উত্তপ্ত আবহাওয়ায় সাধারণ মানুষ যখন হাঁসফাঁস খাচ্ছে ঠিক তখন তাদের একটু তৃপ্তি মেটাতে বিশুদ্ধ পানি ও স্যালাইন নিয়ে হাজির হয়েছে শ্রাবণী ফাউন্ডেশনের এক দল কর্মী। সোমবার দুপুরে শহরের দড়াটানা, চিত্রামোড়, চৌরাস্তায় দেখা গেছে এমনই চিত্র।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রাবণী রায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের হাতে বিশুদ্ধ পানি ও স্যালাইন তুলে দেন। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের এডমিন কাকলি দে এবং মডারেটর তানিশা রায়।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রাবণী রায় বলেন, শ্রাবণী ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী একটি সংগঠন। গরমে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। বিশেষ করে খেটেখাওয়া মানুষের দিকে তাকিয়েই তাদের এ আয়োজন। এ কর্মসূচি অব্যাহত রাখা হবে বলে তিনি জানান।
<p>রানা মাহমুদ</p>
রানা মাহমুদ