“শীত বস্ত্র উপহার “

 হেমন্তের শেষে যখন তীব্র শীত আসে তখন হতদরিদ্র শীতার্ত মানুষগুলোর জীবন হয়ে ওঠে ভয়ঙ্কর। আল্লাহর রাসূল (সাঃ) বলেন,যে ব্যক্তি কোন বস্ত্রহীনকে বস্ত্র দান করবে,,আল্লাহ তাকে জান্নাতে সবুজ বর্ণের পোশাক পরাবেন।(আবূ দাউদঃ১৬৮৪)শীতের কনকনে ঠান্ডায় যখন আমরা সবাই উষ্ণ বিছানায় ঘুমাই, তখন রাস্তার পাশে অনেক অসহায় মানুষ চটের বস্তার চাদর বা প্লাস্টিকের উপর শুয়ে জীবনযাপন করেন। তাদের চোখে থাকে দুঃখ আর মনে থাকে কষ্ট।

এই কঠিন বাস্তবতা আমাদের ভাবতে শেখায়, কীভাবে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি।

রবিবার বিকাল চারটায় যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপি’র পার্টি অফিসের সামনে যশোর-বেনাপোল মহাসড়কের পাশে “বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাষ্ট” ঝিকরগাছা উপজেলা শাখার উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসরঃ ডঃ শ‌ওকত আলী ( মার্কিন যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড ইউনিভার্সিটির অর্থনীতি অধ্যাপক ও বিশিষ্ট অর্থনীতিবিদ৷), প্রধান আলোচক মোঃ সাইফুল ইসলাম (মহাসচিব বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাষ্ট) গুলশান-১ ঢাকা,

বিশেষ অতিথি অধ্যাপক আলতাফ হোসেন (অধ্যক্ষ সরকারি শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজ) ঝিকরগাছা যশোর , ভূপালী সরকার (উপজেলা নির্বাহী কর্মকর্তা ) ঝিকরগাছা উপজেলা যশোর, মোঃ বাবলুর রহমান খান অফিসার ইনচার্জ ঝিকরগাছা থানা যশোর, নাহিদ সারোয়ার (উপজেলা ভূমি কর্মকর্তা) ঝিকরগাছা উপজেলা যশোর, মোঃ আলমগীর হোসেন (বীমা বিশেষজ্ঞ) থাকা, মোঃ বাদল উর রহমান জিয়া (সাধারণ সম্পাদক বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট) যশোর জেলা শাখা যশোর,

সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির ( সভাপতি বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট) ঝিকরগাছা উপজেলা শাখা যশোর ,

সঞ্চালনা করেন অধ্যক্ষ মোঃ শামসুর রহমান (সাধারণ সম্পাদক বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট) ঝিকরগাছা শাখা উপজেলা যশোর। এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।।

সুবিধাবঞ্চিত শীতার্ত ব্যক্তিরা একটা গরম কাপড়ের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘোরাঘুরি,ছোটাছুটি করে থাকে। অনেকে মুখ ফুটে বলতে পারে না হাড় কাঁপানো শীতেরর কথা। নীরবে সহ্য করতে হয়। এই মানুষদের জন্য আমরা বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট এর পক্ষ থেকে এবার তাদের জন্য ছোট্ট এই আয়োজন করেছি।

গত ২০২০ সালের করনাকালীন সময় থেকে যশোরে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট কাজ করে যাচ্ছে।উদ্বোধনের কিছু মুহূর্ত পর থেকে আমরা দেখতে পাই অনেক মানুষ এখানে ভিড় জমায় যারা মুখ ফুটে বলতে পারে না তাদের শীতদায়ক আর্তনাদের কথা হয়তোবা লজ্জায়।সহযোগিতার জন্য প্রতিনিয়ত আমাদের এই মানবতার হাতে দূর দুরার্ন্ত থেকে অনেকেই ছুটে এসে দান করছে শীতবস্ত্র ।আমরা এখানে যা শীতবস্ত্র পেয়েছি তাতেও আমরা সামাল দিতে পারছিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *