শহিদুল ইসলাম মিলনসহ চারজনের নামে মামলা

যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলনসহ চারজনের নামে যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের হয়েছে। মামলার অন্যান্য আসামিরা হলেন শহিদুল ইসলাম মিলনের বেয়াই নূরুল ইসলাম, তার স্ত্রী সামছুন নাহার ইসলাম, মিসেস রহমান শামীম এবং সামির ইসলাম পিয়াস।
মামলার বিবরণে জানা যায়, মামলার বাদী হামিদপুর নিবাসী মো: আসাদুজ্জামান আসামিদের বিরুদ্ধে বসতবাড়ি ভাংচুর, মালামাল লুট, হুমকি ও জালিয়াতির অভিযোগ করেছেন আদালতের কাছে। যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম কিবরিয়া মামলাটি আমলে নিয়ে পিবিআই যশোরকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।

এবিষয়ে বাদী আসাদুজ্জামান বলেন, ‘আমাদের বাড়ি ভাংচুরের আজ ১৭ দিন পার হলেও আমরা কোন বিচার পাচ্ছি না। অবশেষে মহামান্য আদালতের দারস্ত হয়েছি। আসামিরা প্রতিনিয়ত আমাদের হুমকি দিচ্ছে। মামলার আলামত নষ্ট করার চেষ্টা করছে। ভাংচুর করা বাড়ির সামনে পলিথিন টাঙিয়ে খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *