যশোর বেনাপোল মহাসড়কের উপরে গাছের খন্ডাংশ

যশোর বেনাপোল মহাসড়কের দুই পাশে যে বিশাল বড় গাছগুলি আছে সেটা যশোর বাসিসহ এই সড়কে যাতায়াত করেন তারা এবং দেশ-বিদেশে থেকে ভ্রমণ করতে আসা ব্যক্তিরাও এই গাছের সম্পর্কে জানেন।

কিন্তু তারা একটি কথা জানেন না মাঝে মাঝে এই গাছগুলি মানুষের জীবন নাশের একটি হাতিয়ার হয়ে ওঠে । ঝড়-বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও এই গাছগুলির শুকনা ডাল, মৃত বা অর্ধমৃত গাছের খন্ডাংশ রাস্তার উপরে হঠাৎ করেই ভেঙে পড়ে। কখনো গাড়ির উপরে, কখনো মানুষের উপরে।

এই গাছের কারণে মানুষ কখনো আহত হয়ে পঙ্গুত্ববরণ করছে আবার কখনো এই গাছের চাপা পড়ে মৃতবরনে তার পরিবারকে ধ্বংস করে ফেলছে । কখনো মানুষ , কখনো প্রাণী, কখনো আবার চলন্ত গাড়ি ।

গতকাল ০৭.১২.২৪ রাতে ঝিকরগাছার গদখালী কোলিষ্টোরের সামনে একটি বিশাল গাছের খন্ডাংস ভেঙ্গে পড়ে । ভাগ্যক্রমে বেঁচে যাই ট্রাকচালক এবং তার জানটি ।

এ বিষয় নিয়ে সর্বমহলে আবার আতঙ্ক সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *