যশোরে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে। বুধবার দুপুর ১২টা থেকে শিক্ষার্থীরা শহরের মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি সড়কে জড়ো হতে থাকে।
এরপর আন্দোলনকারীরা শ্লোগান দিতে দিতে পুলিশ সুপারের কার্যালয়ের দিকে অগ্রসর হতে থাকে। দুপুর সাড়ে ১২টায় এসপি অফিস মোড়ে মিছিলকারীদের ব্যারিকেড দেয় পুলিশ। এসময় উত্তেজনা বাড়লে পুলিশ আন্দোলনকারীদের মৃদু লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ধর্মতলা মোড়ে গিয়ে যশোর-ঝিনাইদহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। কিছুক্ষন পর পুলিশ গিয়ে তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেয়। তবে এসব ঘটনায় কেউ আটক বা আহত হবার খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *