রানা মাহমুদঃ- ঝমঝমিয়ে হঠাৎ করে, নামলো সুখের বৃষ্টি,
বৃষ্টি ভেজা এমন রাতি, আহা লাগে মিষ্টি।
ঝড়ের বেগে গাছগুলো ঐ, রাখলো মাথা নুয়ে
ইচ্ছে লাগে বৃষ্টির ফোঁটা, দেখি একটু ছুঁয়ে!
হুড়মুড়িয়ে বইছে তুফান, সাথে ঝড়ো হাওয়া,
বৃষ্টির ছাটে গেলো ভিজে, দখিনমুখি দাওয়া!
বিজলি চমকায়, আকাশ ধমকায়, ভয় লাগে খুব বুকে
নৃত্য করছে পাতারা সব, অল্প ঝুঁকে ঝুঁকে।
ভেজা রাতের আকাশ জুড়ে, ঝলমলানো আলো,
বৃষ্টি ভেজা প্রহর আমার, লাগে বড় ভালো!
ও বৃষ্টিরে যাস না থেমে, রাত্রি ভরে ঝরিস
চোখের পাতায় আরাম দিনের, স্বপ্ন ঘুমও গড়িস।