রানা মাহমুদঃ-ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে যশোরের বাঘারপাড়া থেকে ভাইস চেয়ারম্যান পদে লড়াই করছেন দুই ভাই। উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক বিএম শাহজালাল ও আওয়ামী লীগ নেতা গোলাম ছরোয়ার পরস্পর প্রতিদ্বন্দ্বী প্রার্থী। সম্পর্কে তারা আপন মামাতো-ফুফাতো ভাই। দুজনের বাড়িই জহুরপুর ইউনিয়নে।
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনেও গোলাম ছরোয়ার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে প্রতীক বরাদ্দের পর ওই নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। শাহাজালাল এবারই প্রথম নির্বাচন করছেন। সোমবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। গোলাম ছরোয়ার পেয়েছেন তালা প্রতীক ও বিএম শাহজালাল বই ।
ভাইয়ের প্রতিদ্বন্দ্বী হয়ে নির্বচনে দাঁড়ানো গ্রসংগে গোলাম ছরোয়ার বলেন, ‘গতবার আমি ওর (শাহাজালাল) জন্য নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলাম। এবার সে প্রার্থী হয়েছে। তাতে আমার ভোটের ক্ষতি হবেনা। আমি মাঠে আছি, থাকবো।’
শাহাজালাল বলেন, ‘আমি ছরোয়ার ভাইকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলেছিলাম। উনি না শুনে দাঁড়িয়ে আছেন। তাতে তোন সমস্যা নেই। আমি উপজেলা ছাত্রলীগের রানিং সাধারণ সম্পাদক। উপজেলাজুড়ে আমার পরিচিতি রয়েছে। এ নির্বাচনে আমি বিপুল ভোটে জয়লাভ করবো ইনশাল্লাহ’।
বিএম শাহজালাল ও গোলাম ছরোয়ার ছাড়াও এ উপজেলা থেকে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরো পাঁচজন। তারা হলেন নারিকেলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আসাদুজ্জামান চিশতী (টিউবয়েল), কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য তাওহিদুর রহমান (উড়োজাহাজ), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হুসাইন নান্নু (চশমা), বাঘারপাড়া চৌরাস্তা বাজার কমিটির সভাপতি জয়নাল আবেদিন (টিয়াপাখি) এবং বাঘারপাড়া পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক এনায়েত হোসেন লিটন (মাইক)।