ভায়ের হাতের কুড়ালের আঘাতে ভাই যখম

নাম. রেজাউল করিম। পিতা. আহছান আলী। গ্রাম. ইছাপুর। ডাক. হালসা। জেলা. যশোর।

ঘটনা টা হয় ১ জুলাই ২০২৪ , আনুমানিক বেলা ১২ টার পর। ছোট এ রা মিলে বড় ভাই কে ষড়যন্ত্র করে পূর্ব পরিকল্পনা অনুযায়ী , বড় ভাই রেজাউল কে , কুড়াল, কোদাল দিয়ে মাথায় ও সারা শরীল এ ভয়ংকর ভাবে আক্রমণ করে। এবং তাকে অনেক ক্ষতি গ্রস্ত করে।

পরবর্তীতে তাকে, ২৫০ শয্যা বিশিষ্ট্য জেনারেল হাসপাতাল যশোর সদর। এ নিয়ে আসা হয় । তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করা হয়। এবং জানা যায়, মাথায় গুরুতর ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে । এবং ডান হাত ভেঙ্গে গেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *