যশোরে ঝিকরগাছার নওয়াপাড়া গ্রামের শামীমের দুই বছরের ছেলে সিয়াম আজ রবিবার দুপুর বারোটার দিকে বাড়ির পাশে খেলতে খেলতে পানিতে পড়ে মারা যায় ।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তার মা অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে না পেয়ে পানিতে খুজতে থাকে এবং যখন খুঁজে পায় তখন ছোট্ট সিয়াম হয়ে যায় লাশ ।
ছেলেটি বাবার কোলে পরম আদর যত্নে থাকলেও আজ সেই ছোট্ট সিয়াম বাবার কাঁধে লাশ হয়ে কবর স্থানে গেল। পৃথিবীর সবচেয়ে ভারি বোঝা হলো বাবার কাঁধে সন্তানের লাশ । ছেলেটি আজ কবরের গহীন অন্ধকারে শায়িত থাকবে বাবা-মা ও দাদা-দাদীর কোল ছেড়ে । আল্লাহ আমাদের সকল শিশু সন্তানের হেফাজত করুন । আমিন