শামীম শাহিন দুই ভাই এক দড়িতে ফাঁসি চাই শ্লোগানে
পিয়াল হত্যার বিচার দাবিতে ঝিকরগাছায় ফের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন এলাকাবাসী । তারা বলেন এক সপ্তাহ পার হয়ে গেলেও এখনো পর্যন্ত তেমন কোন আসামি ধরা পড়ে নাই।
তাই প্রশাসনের কাছে জবাব চেয়ে আজ বৃহস্পতিবার ঝিকরগাছা বাজার থেকে শুরু করে থানা পর্যন্ত এবং থানা থেকে উপজেলা পর্যন্ত মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন নিহত পিয়ালের পরিবার ও এলাকাবাসী । অবস্থান কর্মসূচিতে তারা ঘোষণা দিয়েছে যদি সকল আসামিদের গ্রেপ্তার না করা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে তারা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে ।
বৃহস্পতিবার হাটবার ও গাড়ি যানজট হওয়ার কারণে তারা ধীরে ধীরে উপজেলার দিকে গিয়ে তাদের মানববন্ধনে ও অবস্থান কর্মসূচি শেষ করেন ।
<p>রানা মাহমুদ</p>
রানা মাহমুদ