দ্রুত বিচার ও ফাসির দাবিতে মানববন্ধন

যশোরের ঝিকরগাছার মোবারকপুর গ্রামের পিয়াল হাসান নামের এক যুবদল কর্মীকে শুধুমাত্র গ্রুপিং এর কারণে ০৯, নভেম্বর আনুমানিক দেড়টার সময় বোমা মেরে ও চাপাতি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে ঝিকরগাছা পাইলট গার্লস স্কুলের ভিতর হত্যা করেছে। পিয়াল হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত বিচারের আওতায় এনে ফাসির দাবিতে আজ ১১ নভেম্বর বিকাল পাঁচটার সময় ঝিকরগাছা বাজার থেকে থানা ঘুরে আবার ঝিকরগাছা যশোর বাস স্ট্যান্ডে এসে মানববন্ধন করেন এলাকাবাসী ও বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল। এ সময়ে মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহতের পরিবার ও আত্মীয়স্বজন। নিহত এর স্ত্রী বক্তব্য তার তিন বছরের শিশু কন্যাকে যারা পিতৃহারা করল তাদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানিয়েছেন। নিহতের ছোট ভাই বলেন এমন জঘণ্য গ্রুপিং এর শিকার আর যেন কেউ না হয়। এবং যারা তার ভাইকে দিনের আলোতে কুপিয়ে নিশংস ভাবে হত্যা করেছে তাদের জীবনের আলো নিভাতে দ্রুত বিচারের আওতায় এনে হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়েছেন। সেই সাথে নোংরা রাজনীতির রাজনৈতিক নেতাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *