১৯/১১/২৪ অনুমান ১০.৫০ ঘটিকায় ঝিকরগাছা থানাধীন উপজেলা মোড়স্থ বাংলালিংক কাস্টমার কেয়ার সংলগ্ন গলির ভিতর থেকে ভিকটিম অপূর্ব বিকাশ মজুমদার(৩৮), পিতা গণেষ চন্দ্র মজুমদার, সাং সাদিপুর, থানা বেনাপোল পোর্ট, যশোর এর ব্যবহৃত PULSAR 150 cc Twin Dick মোটর সাইকেল (যার ইঞ্জিন নং- DHYCKE70360, চ্যাসিস নং- MD2A11CY7KCE94039, এবং রেজি: নং- ল-১৪-৩৮০৩) অজ্ঞাতনামা চোরেরা নিয়ে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজের মাধ্যমে চোরদের সনাক্ত করা সম্ভব হয় নি। দুইজন চোর হেলমেট পরিহিত থাকার কারণে তাদেরকে সনাক্ত করা যায় নি। তবে চোর ধরতে পুলিশের অভিজান অব্যহত রয়েছে ।