ঝিকরগাছার দোস্তপুর গ্রামে ২৬.১১.২৪ তারিখে রাত সাড়ে আটটার সময় ট্রাকটরের পেছনের বডির ধাক্কা লেগে লালটু ও মিন্টু নামের দুইজন মোটরসাইকেল আরোহী মারাত্নকভাবে আহত হয়েছে। আহত ব্যক্তিদের যশোর সদর হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আহতদের ড্রেসিং ও সেলাই করে ঢাকা মেডিকেলে রেফার করেন।
ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা জানান ঢাকা মেডিকেলে নেওয়ার মতো কিছুই হয়নি কিন্তু যশোর সদর হাসপাতালে যে ড্রেসিং ও সেলাই করে দিয়েছিল সেটা অত্যন্ত ত্রুটিপূর্ণ । সেলাইগুলো খুলে পূনরায় সেলাই করা হয়েছে ।
আহত'রা দুজনই ঝিকরগাছার জয়কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা
<p>রানা মাহমুদ</p>
রানা মাহমুদ