রানা মাহমুদ ঝিকরগাছা (যশোর) ॥ ঝিকরগাছায় গভীর নলকূপের পরিচালক আনোয়ার হোসেনকে না পেয়ে তার ছেলে রিয়াদ হোসেনকে (১৮) কাচি দিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে, রোববার দুপুরে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের দোসতিনা গ্রামে।
জানা গেছে, চলতি বোরো মৌসুমের শেষের দিকে দোসতিনা উত্তরপাড়া গভীর নলকূপের ড্রাইভার আনোয়ার হোসেন একই স্কিমের আনসার আলীর জমির ওপর দিয়ে অন্য কৃষকের বোরো ক্ষেতে সেচ দেন। এতে ক্ষিপ্ত হয়ে রোববার দুপুর ১২টার দিকে আনসার আলী ধারালো কাচি নিয়ে আনোয়ার হোসেনকে তার বাড়িতে গিয়ে খুঁজতে থাকেন। আনোয়ার হোসেন বাড়িতে না থাকায় তার ছেলে রিয়াদ হোসেনকে তাদের বাড়ির উঠানে ধারালো কাচি দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে। এতে রিয়াদের একটি কান কেটে যায় ও তার হাত ক্ষতবিক্ষত হয়েছে। পরে স্থানীয়রা রিয়াদকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় খবর পেয়ে প্রতিবেশীরা আনসার আলীকে আটক করে মারধর করে। খবর পেয়ে ঝিকরগাছা থানার এস আই সুমন ঘটনাস্থলে গিয়ে ধারালো কাচিসহ আনসার আলীকে আটক করে থানায় নিয়ে যান। এ আনোয়ার হোসেন ঝিকরগাছা থানায় মামলা করেছেন বলে থানার ডিউটি অফিসার এস আই মেজবাহুর রহমান জানিয়েছেন।