চৌগাছায় ২০ কেজি গাঁজা ও ফেনসিডিলসহ নারী আটক

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় ২০ কেজি গাঁজা ও ২০ বোতল ফেনসিডিলসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক নারী উপজেলার সলুয়া আফরা চন্দ্রপুর গ্রামের সৈয়দ আলীর স্ত্রী শাহানারা বেগম (৩৮)। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার সলুয়া আফরা চন্দ্রপুর গ্রামে অভিযান পরিচালিত হয়।
এ সময় প্রবাসী সৈয়দ আলীর বাড়ির বসতঘরের মধ্যে থেকে বিশেষ কায়দায় লুকানো ৫টি বস্তা জব্দ করা হয়। ওই ৫ বস্তা থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়। একই সাথে ২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় সৈয়দ আলীর স্ত্রী শাহানারা বেগমকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এই মামলায় গ্রেফতার দেখিয়ে শাহানারা বেগমকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *