তীব্র তাপপ্রবাহের কারণে নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা মাধ্যমিক স্কুল ও কলেজের ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এছাড়া জ্ঞান হারিয়েছে ছয়জন। স্কুল খোলার দ্বিতীয় দিন সোমবার (২৯ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিন্দ কুমার সরকার।
সোমবার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। প্রখর রোদ ও ভ্যাপসা গরমে জনসাধারন নাকাল হয়ে পড়েছে।
ইতনা স্কুলের এ ঘটনায় পর সোমবার বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। জ্ঞান হারানো ৬ শিক্ষার্থী হলো, সাহারা, রেজোয়ান, সোহাগ, বায়োজিদ, শিহাব ও অনামিকা। এরা সবাই সপ্তম শ্রেণির শিক্ষার্থী। এছাড়া অসুস্থ অন্যরা ষষ্ঠ ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনার সময় বিদ্যালয়ে বিদ্যুৎ ছিলো না। প্রচন্ড গরমেই তারা অসুস্থ ও জ্ঞান হারিয়ে ফেলে। অসুস্থদের স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা শেষে সুস্থ হওয়ার পর পরিবারের কাছে পাঠানো হয়।
<p>রানা মাহমুদ</p>
রানা মাহমুদ