স্টাপ রিপোর্টার : রানা মাহমুদ। আলেয়া শান্তি ছায়া ফাউন্ডেশনের উদ্যোগে চলছে গন ত্রান কালেকশন আজ ২৫/০৮/২৪ ই তারিখে যশোরের বিভিন্ন স্থানে চলছে এই কার্যক্রম।সাধারন মানুষ এই কার্যক্রমকে সাধুবাদ জানাচ্ছে। যে যা পারছে তাই দিয়ে বন্যার্তদের পাশে দাড়াচ্ছে।
ফাউন্ডেশনের সভাপতি আরো জানিয়েছেন যে যত দিন এই বন্যা থাকবে ততো দিন এই ত্রান কার্য়ক্রম কাজ চালিয়ে যাবেন।