আলেয়া ফাউন্ডেশনের ডোনেশনের টাকা নিয়ে একটা ভুল বোঝা বুঝি হডেছে ফাউন্ডেশনের সভাপতি সাহারা খাতুন এর সাথে। যাহারা অভিযোগ করছে বাদি এবং বিবাদি রা মিলে যশোর পুরাতন কসবা ফাড়িতে বসে ফাড়ির অফিসার ইনচার্জ এবং আরো গন্যমান্য ব্যক্তিরা এক সাথে বসে ডোনেশনের সকল টাকার হিসাব করা হয়। এই টাকা আল সুন্না ফাউন্ডেশনে জমা করা হযেছে বলে সতত্যা পাওযা গেছে।
ফাউন্ডেশনের সকল সদস্যা মিলে এই মিষয়ে আপোষ মিমাংসা করা হযেছে। এই ফাউন্ডেশনের সবাপতির কিছু ভুলের কারনে এতো ঝামেলার সৃষ্টি হয়েছে।
এবং এই টাকার বিষয়টি নিয়ে বিভিন্ন গনমাধ্যামে প্রচার হযেছে বলে জানা যায়।
এখানে যে হিসাবে গড় মিল হয়েছে সেটি তাহারা বলছে এটি আনুমানিক হিসাব। এটা নিয়ে সংগঠেনর সদস্যদের কোন অভিযোগ নাই।
যাহারা অভিযোগ করছে সেই অভিযোগ খারিজ করা হযেছে।
<p>রানা মাহমুদ</p>
রানা মাহমুদ